❤❤বাবা, বিশ্বাস করো, কোনদিন চাইনি আমিও পত্রিকার কোন
খবরের অংশ হবো। কখনো চাইনি আমি এমন একটা খবরে থাকবো
যার শিরোনামের বিষয় থাকবে ধর্ষিত, লান্ছিত আর কুপিয়ে হত্যা।
আমি কতো সুন্দর লেখালেখি করতে পারতাম, বাবা। অনেক স্বপ্ন
ছিল জানো, কোন একদিন নোবেল পাবো, তখন আমার ছবি ছাপবে,
আর তুমি গর্ব করে বুকে টেনে নিয়ে কাঁদতে থাকবে। জানি তোমার
থেকে সেইদিন কেউ খুশি হতো না, আমিও না। তোমাকে অনেক
ভালোবাসি, বাবা। অনেকদিন তোমাকে ধরে দেখিনা, অনেকদিন
তোমার সাথে কথা হয়না। আমাকে মিস করোতো, বাবা?
ক্ষমা করে দিয়ো পারলে আমাকে। কখনো ভাবতে পারিনি
তোমাকে এত বেশি কাঁদাবো, এতটা বেশি। কোন একদিন দেখা
হবে হয়তো, আমার মাথায় হাত বুলিয়ে দিবে তো, বাবা? আমাকে
অনেক কাছে টেনে আদর করে দিবে তো, বাবা?
: আমাকে ক্ষমা করে দিস রে মা। তোর জন্য আমি ন্যায়বিচার এনে
দিতে পারলাম না। তোর ধর্ষকের জামিন হয়ে গেছে। বাপ হয়ে
আমি কিচ্ছু করতে পারলাম না রে, মা। কিচ্ছু করতে পারলাম না।
ফিরে আয় রে খুকি, তোর অপেক্ষাতে থাকি প্রতিদিন। দরজাটার
পাশে বসে কাঁদি রে। এই বুঝি চলে এলি। তাড়াতাড়ি চলে আয়, মা।
তাড়াতাড়ি চলে আয়।
: কেদো না বাবা। এখান থেকে আর কি করে আসবো? এখান থেকে
তো আর ফেরত আসা যায়না। ভালো থেকো তুমি, বাবা। তোমার
মতো যেন আর কোন বাবাকে এতো কাঁদতে না হয়।
- Jawwad Sami❤
খবরের অংশ হবো। কখনো চাইনি আমি এমন একটা খবরে থাকবো
যার শিরোনামের বিষয় থাকবে ধর্ষিত, লান্ছিত আর কুপিয়ে হত্যা।
আমি কতো সুন্দর লেখালেখি করতে পারতাম, বাবা। অনেক স্বপ্ন
ছিল জানো, কোন একদিন নোবেল পাবো, তখন আমার ছবি ছাপবে,
আর তুমি গর্ব করে বুকে টেনে নিয়ে কাঁদতে থাকবে। জানি তোমার
থেকে সেইদিন কেউ খুশি হতো না, আমিও না। তোমাকে অনেক
ভালোবাসি, বাবা। অনেকদিন তোমাকে ধরে দেখিনা, অনেকদিন
তোমার সাথে কথা হয়না। আমাকে মিস করোতো, বাবা?
ক্ষমা করে দিয়ো পারলে আমাকে। কখনো ভাবতে পারিনি
তোমাকে এত বেশি কাঁদাবো, এতটা বেশি। কোন একদিন দেখা
হবে হয়তো, আমার মাথায় হাত বুলিয়ে দিবে তো, বাবা? আমাকে
অনেক কাছে টেনে আদর করে দিবে তো, বাবা?
: আমাকে ক্ষমা করে দিস রে মা। তোর জন্য আমি ন্যায়বিচার এনে
দিতে পারলাম না। তোর ধর্ষকের জামিন হয়ে গেছে। বাপ হয়ে
আমি কিচ্ছু করতে পারলাম না রে, মা। কিচ্ছু করতে পারলাম না।
ফিরে আয় রে খুকি, তোর অপেক্ষাতে থাকি প্রতিদিন। দরজাটার
পাশে বসে কাঁদি রে। এই বুঝি চলে এলি। তাড়াতাড়ি চলে আয়, মা।
তাড়াতাড়ি চলে আয়।
: কেদো না বাবা। এখান থেকে আর কি করে আসবো? এখান থেকে
তো আর ফেরত আসা যায়না। ভালো থেকো তুমি, বাবা। তোমার
মতো যেন আর কোন বাবাকে এতো কাঁদতে না হয়।
- Jawwad Sami❤
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য Kanaighatview24.com কর্তৃপক্ষ দায়ি থাকবে না।