হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে চালককে হত্যা করে টমটম অটোরিক্সা
ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল দূর্বৃত্ত। এ ঘটনায় ৩ জনকে আটক
করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
নিহত টমটম অটোরিক্সা চালক হবিগঞ্জ শহরের অনুয়ারপুর এলাকার মাতাব
আলীর পুত্র সাবাজ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারপুর
এলাকায় থেকে সাবাজ মিয়াকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করে
যাত্রীবেশি একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছলে
ছিনতাইকারীরা অটোরিক্সা চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে
রাস্তার পাশে পেলে দেয়। পরে ছিনতাইকারীরা টমটম নিয়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই সড়ক দিয়ে টহলরত একদল পুলিশ বিষয়টি
আঁচ করতে পেরে একজনকে আটক করে। পরে আটককৃত যুবকের
স্বীকারোক্তি অনুযায়ি অপর দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
এদিকে, ছিনতাইকারীদের তথ্যমতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর
রহমান জানান- পুলিশ তিনজনকে আটক করেছে। মূলত টমটম অটোরিক্সা
ছিনতাইরে জন্যই তারা চালককে হত্যার করেছে বলে স্বীকার
করেছে।
সৌজন্যে :-সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০১৯/কাস/ইআ
ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল দূর্বৃত্ত। এ ঘটনায় ৩ জনকে আটক
করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
নিহত টমটম অটোরিক্সা চালক হবিগঞ্জ শহরের অনুয়ারপুর এলাকার মাতাব
আলীর পুত্র সাবাজ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারপুর
এলাকায় থেকে সাবাজ মিয়াকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করে
যাত্রীবেশি একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছলে
ছিনতাইকারীরা অটোরিক্সা চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে
রাস্তার পাশে পেলে দেয়। পরে ছিনতাইকারীরা টমটম নিয়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই সড়ক দিয়ে টহলরত একদল পুলিশ বিষয়টি
আঁচ করতে পেরে একজনকে আটক করে। পরে আটককৃত যুবকের
স্বীকারোক্তি অনুযায়ি অপর দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
এদিকে, ছিনতাইকারীদের তথ্যমতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর
রহমান জানান- পুলিশ তিনজনকে আটক করেছে। মূলত টমটম অটোরিক্সা
ছিনতাইরে জন্যই তারা চালককে হত্যার করেছে বলে স্বীকার
করেছে।
সৌজন্যে :-সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০১৯/কাস/ইআ