রবিবার, ১২ মে, ২০১৯

উইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে
ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্থান করে নেয়ার লক্ষ্যে সেই উইন্ডিজের
বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। সোমবার বাংলাদেশ
সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে দুই
দলের লড়াই।
চলতি সিরিজে প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই উইন্ডিজকে
স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৮ উইকেটের
বড় ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে
উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে
বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে
টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট
টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।
ঝড়োবৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের
বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে
উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন
লাল-সবুজ জার্সিধারীরা।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম
ইকবাল। ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে আছেন সাকিব আল হাসান।
বরাবরই ধারাবাহিক মুশফিকুর রহিম।
নিজেদের প্রথম ম্যাচে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন
মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজরা। অধিনায়ক মাশরাফি ৩
উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন।
সিরিজে মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বিররা এখন পর্যন্ত ব্যাটের
সুযোগই পাননি। এ ম্যাচে তাদের ফিনিশিং দেখা হতে পারে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে এদের সবাইকে স্কোয়াডে দেখা
যেতে পারে।
এদিকে সিরিজে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া
৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে
উইন্ডিজ। আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোল্ডার বাহিনীও।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, সৌম্য সরকার,
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন,
মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন,
মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও
মোস্তাফিজুর রহমান।

আইপিএলে মুম্বাইয়ের শিরোপা জয়ে রোমাঞ্চিত মোস্তাফিজ

উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন মুম্বাই
ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ফাইল ছবি
লাসিথ মালিঙ্গার আগুন ঝড়া বোলিংয়ে শেষ বলে আইপিএল
শিরোপা নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালের নাটকীয়
ম্যাচে লাসিথ মালিঙ্গার বোলিংয়ে রীতিমতো মুগ্ধ
মোস্তাফিজুর রহমান।
আইপিএলের সবশেষ ১২টি আসরের মধ্যে এনিয়ে চতুর্থ শিরোপা
জিতল মুম্বাই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির এমন
পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ গত আসরে মুম্বাইয়ের হয়ে খেলা
বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ।
মুম্বাই আরও একটি শিরোপা জয়ের পর টুইটারে মোস্তাফিজ
লেখেন,এটা চরম রোমাঞ্চকর ছিল। লাসিথ মালিঙ্গা শেষ ওভারে
বেশ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন। রোহিত শর্মা এবং মুম্বাই
ইন্ডিয়ান্সকে আরেকটি মুকুটের জন্য অভিন্দন।
শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন
শেন ওয়াটসন। কিন্তু লাসিথ মালিঙ্গার করা ওভারের চতুর্থ বলে
দুর্ভাগ্যজনক রান আউট হন ওয়াটসন। তার বিদায়ের পর চাপে পড়ে
যায় চেন্নাই। শেষ দুই বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান।
নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর ওভারের পঞ্চম বলে নেন ২ রান। শেষ
বলে প্রয়োজন ছিল ২ রান। মালিঙ্গা ব্যাটসম্যানের ঠিক পায়ের
গোড়ায় বল ফেলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউর আবেদন করলে
আম্পায়ার আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গে জয়ের উল্লাসে মেতে
ওঠে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার-ফ্রাঞ্চাইজি এবং সমর্থকরা।
আইপিএলের সদ্য শেষ হওয়া ১২তম আসরের ফাইনালে মহেন্দ্র সিং
ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানের
ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে
রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
টার্গেট তাড়া করতে নেমে শেন ওয়াটসনের দায়িত্বশীল
ব্যাটিংয়ের পরও ১৪৮ রানে গুটিয়ে যায় চেন্নাই। দলের হয়ে ৫৯
বলে ৮০ রান করেও পরাজয় এড়াতে পারেননি চেন্নাইয়ের
অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন।
ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি
মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে
পড়ে যায় মুম্বাই। সময়ের ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায়
চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন
দলটির।
ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলার চেষ্টা করেন
কায়রন পোলার্ড। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে তিনটি ছক্কা
ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৪১ রান করেন।
উদ্বোধনীতে ৪৫ রান করা মুম্বাই এরপর শূন্য রানের ব্যবধানে হারায়
দুই ওপেনারের উইকেট। এরপর মুম্বাইয়ের ব্যাটিংয়ে আবারও ধস
নামান ইমরান তাহির।
২ উইকেটে ৮২ রান করা মুম্বাই এপর ১৯ রানের ব্যবধানে হরায় তিন
উইকেট। পরপর দুই ওভারে উইকেট তুলে নেন লেগ স্পিনার ইমরান
তাহির।
১৪.৪ ওভারে ৫ উইকেটে ১০১ রান করা মুম্বাইকে চ্যালেঞ্জিং
স্কোর উপহার দিতে ইনিংসের শেষ দিকে হার্দিক পান্ডিয়াকে
সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলার চেষ্টা করেন কায়রন
পোলার্ড। কিন্তু প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি পান্ডিয়া।
১০ বলে মাত্র ১৬ রান করেই ফেরেন পান্ডিয়া।
শেষ পর্যন্ত কায়রন পোলার্ডের ২৫ বলের অপরাজিত ৪১ রানে ভর
করে ৮ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। চেন্নাইয়ের হয়ে
সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপক চাহার। দুটি করে উইকেট নেন
ইমরান তাহির ও শার্দুল ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৪৯/৮ (পোলার্ড ৪১*, ডি কক ২৯,
ইশান কৃষান ২৩; চাহার ৩/২৬, ইমরান ২/২৩, শার্দুল ঠাকুর ২/৩৭)।
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৪৮/৭ (ওয়াটসন ৮০; ডু প্লেসিস
২৬; বুমরাহ ২/১৪, মালিঙ্গা ৪৯/১)।
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জয়ী।

‘হায়েনায় ছাড়ে না, আমিও ছাড়ি না’

  ব্যথা ভুলিয়ে রাখতে সাইফকে মুঠোফোনে ভিডিও দেখাচ্ছেন মা-বাবাছবি: মানসুরা হোসাইন হাসপাতালের বিছানায় দুই বছর তিন মাস বয়সী সাইফের বাঁ হাতে ক্যা...